খরা


রোদের তাপে ফুটিফাটা
ধরায় বড় খরা
মমত্ববোধ থাকত যদি
সাম্য দিত ধরা।
------
কীর্তিমান


দুখের সায়রে আজ রচি খেলাঘর
অপার মহিমা যার রবে সে অমর।
-------
হাসি


হাসির সাথে যায় বেরিয়ে লুকোনো বিদ্বেষ
মন হয়ে যায় উদাস বাউল ভুলে সকল ক্লেশ।
হিহি হোহো হাসুন সবাই
এর বিকল্প আর কিছু নাই
চেহারাটা বদলে যাবে উড়বে হাওয়ায় কেশ।
-------
মুখোশ


শুধুই মুখোশ মুখ কোথা ?
চেনা বড় দুষ্কর
কোথায় কখন কী যে করে
সময় ভয়ংকর।
------
দুঃসময়


স্বাধীন দেশেও পদে পদে ভয়
সত্যকথন বুকের মধ্যে থাক
নামতে পারে দারুণ বিপর্যয়
গলাই না তাই সব ব্যাপারে নাক।
-------
শিশুরা বঞ্চিত


মেতে আছে আড়ম্বর ও বৈভবে
বর্ণপরিচয় পায় না শৈশবে।
------
মা


মায়ের মতো এত আপন
ধরায় কে বা আছে
জীবনপথের বাঁকে বাঁকে
সর্বদা রয় কাছে।
------
বৈষম্য


কেউ সারাদিন ভিক্ষা করে
নেইকো পিতামাতা পিসি
কারও অঢেল অর্থ ঘরে
ফুর্তি করে দিবানিশি।
নেইকো ওদের অন্ন পেটে
ফেলে দেওয়া পোশাক গায়ে
বিলাসী মন নজর কাড়ে
হাজার টাকার জুতো পায়ে।


# অজিত কুমার কর