ক্ষণপ্রভা ৫


ধারণা ওর ভুল
সরে না এক চুল।
খুশি থেকো
মনে রেখো
কাব্যে ফোটে ফুল।
------
সাগরের গর্জন
এ কি ওর ক্রন্দন?
নাকি হাসি
ফেনা রাশি
যা দৃষ্টিনন্দন।
-----
এসেছে শ্রাবণ
উড়ু উড়ু মন
এসো
মেশো
গোলাপী জীবন।
------
সুখ শান্তি অচিন পাখি
খাঁচা কোথায় বেঁধে রাখি।
উড়ে বেড়ায়
ধরা না যায়
ফুলের রেণু অঙ্গে মাখি।
-------
পাইনি খুঁজে কোথায় ছিলেন
এসে হৃদয় ভরিয়ে দিলেন।
কী অপরূপ
সুগন্ধী ধূপ
ভালোবাসা কুড়িয়ে নিলেন।
-------
দাদু-ঠাম্মা আদর ক'রে বন্ধু বলে ডাকে
বকলে দেখি ওরা বলে 'বকিস কেন তাকে।'
ঠাম্মা রাতে গল্প শোনায়
দাদু দিতে ইস্কুলে যায়
দাদু-ঠাম্মা ভালো বন্ধু চোখে-চোখেই রাখে।
-------
দুর্নিবার টান
কবিতা ও গান।
কথা সুর
সুমধুর
হৃদয়ে তুফান।
-------
চাইলে আমি সাগর হবো
খুলবো ঘরের খিল
উজাড় করে দেবো সবই
হলে মনের মিল।
------
মন্দাকিনী তীরে
সুগন্ধী সমীরে।
এসে দেখি
ও মা এ কী
অপ্সরারা ঘিরে।
------
ডুববে তুমি ডুবব আমি
স্রোতের প্রবল টান
কলার ভেলায় চড়ি এসো
বাঁচবে তবে জান।
----
অসময়ে গেলে ঝরে
জননীরা কেঁদে মরে।