ক্ষণপ্রভা ৬


আমি ঘুড়ি কার হাতে লাটাই
দেখি নাই
উড়ে যাই
আস্থাভাজন তাইতো সাহস পাই।
------
আশীর্বাণী


নতুন জীবন নতুন পথ
পুষ্পিত হোক মনোরথ।
যেখানে সত্য
রহিবে নিত্য
আজই করো এই শপথ।
------
অতল যেমন সাগর-জল
চিত্তে আছে তেমন বল।
কাজে পিছপা নয়
হটাও যত ভয়
রইবে তোমার রথ সচল।
------
শুধু জলেই তুষ্ট থাকি
পান করি না চা
শীত-গ্রীষ্ম-বর্ষা-শরৎ
গায়ে লাগাই বা।
-----
মুখে মিষ্টি পান
কণ্ঠে ঝরে গান।
বাদল দিনে
বন্ধু বিনে
মন করে আনচান।
-----
যেমনি মেলে সখীর স্পর্শ
চিত্তে খুশির হাওয়া
ব্যথার পাহাড় পড়ল ভেঙে
মিলনগীতি গাওয়া।
------
বাসর যেন কুঞ্জবন
শুরু হলো গুঞ্জরন।
যত চাওয়া
হল পাওয়া
মধুরাতে আজ মিলন।
------
ফুটেছে ফুল
ভাসবে দুকূল।
দুটি মন
এক এখন
প্রেমে আকুল।
-------
নকল বাগীশ
চিকন পালিশ
কত
শত
আছে নালিশ।
-----
ছলনা কেন কন্যা
জানি তুমি অনন্যা
আমি নগন্য
করেছ ধন্য
বহিয়ে প্রেমের বন্যা।