ক্ষণপ্রভা ৭


কুঁড়ি এখন ফুটবে এবার ফুল
বুলবুলিটা দুলছে দোদুল দুল।
বাজল বেণু
হাম্বা ধেনু
জ্যোৎস্নাধারায় ভাঙবে আজি কূল।
-----
হল সর্বনাশ
লাগামছাড়া এ সন্ত্রাস
কে দেবে আশ্বাস?
-----
ভাবছি আমি রৌদ্রে বসে
কখন কাটে শীত
কোকিল-সাথে সুর মিলিয়ে
গাইব প্রেমের গীত।
------
যখন ঢাকায় চলছে আসর
চোখের পাতায় ভাসছে ছবি
সুদূর থেকে ভাবছি তখন
মিলনমেলায় পড়ছে কবি।
চিত্ত আমার দোদুল দোলে
মন যেন চায় 'যাই-না চলে'
উড়িয়ে দিয়ে মনকে আমার
স্থান করে নিই কবির দলে।
------
প্রথম শ্রেণি, দশটা বই
খেলেধুলার সময় কই?
বেজায় চাপ
বাপরে বাপ
পিঁপড়ে দিয়ে টানায় মই!
------
এসো করি সকলে বনসৃজন
নয় নয় কভু বিটপী নিধন।
সবুজেই প্রাণ
মিলনের গান
রহিবে অটুট ধরাতে জীবন।
-----
শীত-গ্রীষ্ম-বর্ষা-শরৎ
মনবিতানে বসন্ত
বঁধুয়া তুই কোথায় গেলি
প্রেম এখনও জীবন্ত।