ক্ষণপ্রভা ৮


আমি কে তা সে জানে
যে পাঠাল এখানে।
হুকুম হলে
যাবো চলে
ডাকবে যখন যেখানে।
-----
সময় হলে যেতেই হবে
মিলবে না আর ঠাঁই
কচুপাতার জলের মতো
শীতল ভূতল পাই।
------
পৌষের শীতে রবির করে
সারাটা দিন সোহাগ ঝরে।
একটু আদর
একটা চাদর
পৌঁছে দিইনা দুঃখীর ঘরে।
-------
খুব কাছে তবু যেন দূরে
বেলা গেছে দেখি পিছে ঘুরে।
কী মধুর হাসি!
চোখে প্রেম-রাশি
গেয়ে চলে গীতি মধু-সুরে।
------
দিয়ো আমায় সবার শেষে ঠাঁই
এর বেশি আর কিছুই নাহি চাই।
রেখো সবার পিছে
সবহারাদের নীচে
ওদের সুখেই সুখের পরশ পাই।
------
সবিনয় নিবেদন
ভরে দিল প্রাণ মন।
সুমহান যারা
পৃথিবীতে তাঁরা
ভালো কাজে আমরণ।


© অজিত কুমার কর