ক্ষণপ্রভা ৯


শুকিয়ে যাচ্ছে ফুলের কুঁড়ি এমনি করে
তোমার আমার ছোট্টো শিশু ঘরে ঘরে।
অনন্ত প্রত্যাশা
অবুঝ মনের ভাষা
হারিয়ে গেল মরা নদীর বালুচরে।
-------
বিজন বনে আপন মনে
আছি বড়ই সুখে
ইশারাতে কইছি কথা
নেইকো বাণী মুখে।
------
কী খেলা খেলিছ তুমি
কোথা যেতে চাও
এ’ বেলা যেটুকু পারো
ঝুলি ভরে নাও।
-------
জীবন কতনা শোভন
বোঝে না এই বাউল মন।
অস্থিরতা
কাতরতা
পুষ্পভরা এই ভুবন।
-------
তুই যে আমার বৃষ্টি নদী মনরাঙানো চাঁদনি রাত
তাই তো জানাই সকল কথা পাই যখনই জোর আঘাত।
সদাই তোকে পাই যে কাছে
কতকিছু দেবার আছে
কেন রে তুই পালিয়ে বেড়াস ধরতে দে তোর কোমল হাত।
------
হারিয়ে যেতে ইচ্ছে করে যখন আমার এ মন চায়
শাল-মহুল-তাল-পলাশ বনে নীলাঞ্জনের শেষ সীমায়।
পড়বে চোখে দুঃখ ব্যথা
জানাবে কেউ মনের কথা
বাড়িয়ে দেবো আমার এ হাত মানবজাতির এটাই দায়।


© অজিত কুমার কর