ক্ষণস্থায়ী জীবন
অজিত কুমার কর


পুষ্প ফোটে মাঠে বনে
ছড়ায় মধুর গন্ধ,
আমরা খুশি, মধুপ খুশি
বাতাস মৃদু-মন্দ।


জীবের জীবন ক্ষণস্থায়ী
জীবন মানে কর্ম,
সময় মতো শেষ করো তা
এটাই মানব-ধর্ম।


ডাক দিলে যে যেতেই হবে
হাতে সময় অল্প,
অলস হলে চলবে কেন
শেষ হবে না গল্প।


লক্ষ চোখে দেখেন তিনি
ফাঁকি দেওয়া শক্ত,
সবই তিনি বুঝতে পারেন
ধরায় কারা ভক্ত।


দীনের প্রতি হও দয়ালু
বাড়াও দরাজ হস্ত,
পৃথিবীতে রইবে নজির
তুমি মহান মস্ত।


© অজিত কুমার কর