কুকুররূপী ভূত
অজিত কুমার কর


পোড়ো ঘরের বারান্দাতে জ্বলছেও'কার চোখ!
ভয়ে আমার আত্মাগুড়ুম জল খাই চার ঢোক।
চতুর্দশীর রাত বারোটা চার দিক নিজঝুম
স্বপ্ন দেখে ভেঙে গেল হঠাৎ আমার ঘুম।


এমন দৃশ্য দেখতে হবে ভাবিনি একদম
ভূতের চোখে আগুন জ্বলে ভেবে গা ছমছম।
মোবাইলটা কাছেই ছিল স্ক্রিনে দিলাম চাপ
সাথেসাথেই পড়লো ধরা ভূতের মুখের ছাপ।


রূপ বদলায় ভূত-পেতনি এটা এক কুকুর
আমার এবং ওর ব্যবধান মিটার কুঁড়ি দূর।
দেহ কোথায় শুধুই মুন্ডু এক্কেবারে স্থির
ওখানেই কি থাকে ওরা ঘরে যাই শিগগির।


ভূত পেতনি নেমে আসে বছরে একদিন
লগ্ন তিথি মিলে গেছে শোধব কীসে ঋণ?
ও কি তবে পূর্বপুরুষ নাকি অন্য কেউ
সত্যিকারের কুকুর হলে ক'রত তো ঘেউ ঘেউ।


সাড়াশব্দ পেলাম না আর আমিও নিশ্চুপ
হঠাৎ দুবার শব্দ হলো সজোরে ধুপ ধুপ।
ঘুম এলো না সারাটা রাত কখন হলো ভোর
সকাল হলেও কাটল না তো গত রাতের ঘোর।


© অজিত কুমার কর