লাগাতার প্রশ্ন
অজিত কুমার কর


সারাটাদিন হাজার প্রশ্ন
সাথে যে'জন থাকে,
ওই যে ওটা কী পাখি মা
কেন অমন ডাকে?


ওটা কী গাছ বলো-না মা
মস্ত বড় পাতা,
আকাশে কী লেগেই গেছে
মাথায় কেন ছাতা?


পাখি কেমন আকাশপথে
উড়তে পারে টানা,
আমার কেন নেইকো অমন
পাখির মতো ডানা?


তারাগুলো কী ক'রে মা
শূন্যে ভেসে আছে?
কক্ষনো কী আসবে না মা
নেমে আমার কাছে?


হাসি দিয়ে জবাব দিল
শিশু যায় না থেমে,
চল ওখানে বসবো গিয়ে
গেছিস তো তুই ঘেমে।


© অজিত কুমার কর