কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী এলো ঘরে
ছোটো বড় সকলের হর্ষ-ধারা  ঝরে।
চিত্রিত মেঝের রূপ মুগ্ধ চোখে দেখি
‘চলে তুমি যেয়ো না মা’ চিত্ত ভরে লেখি।
মা বিনে কি বাঁচে প্রাণ সঙ্গে থেকো সদা
মধুমাখা বাক্য শুনি তুমি প্রিয়ংবদা।
শঙ্খ বাজে ঘন্টা বাজে পূজার্চনা শুরু
সারা রাত জেগে থাকি বক্ষ দুরুদুরু।


কুলবধূ কুললক্ষ্মী কন্যারূপী মাতা
বুঝেও অবুঝ কেন, বাক্য শুনি যা তা।
কন্যাদের রক্ষা করো কেন কষ্ট দাও
সৌরভে ভরিয়ে দেবে যত্ন করে যাও।
পৃথিবীতে নর নারী দুই প্রয়োজন
সগৌরবে উচ্চশিরে কর্মে দিয়ো মন।