লাল নিবি না হলদে নিবি
অজিত কুমার কর


কী দেখিস তুই ও সুন্দরী
সব জানলা খোলা
মনোহরণ চাউনিটা তোর
হৃদয়ে দেয় দোলা।


আসবি বলে বসে থাকি
ভোর না-হতে হতে
অদূরে কার সানাই বাজে
তখন নহবতে।


ডানা পেলে উড়তে পারি
কিন্ত কোথা পাব?
ডানা ছাড়া নীল আকাশে
কেমন করে যাব।


কী উপহার দেব তোকে
শুধু গোলাপ আছে
লাল নিবি না হলদে নিবি
দুটোই আছে গাছে।


© অজিত কুমার কর