কলরোলে টের পাই তব উপস্থিতি
দূর থেকে, কাছে গিয়ে দেখিনি কখনো,
ছুটি লাবণ্য দর্শনে বাধা নেই কোনো।
বিসর্পিণী লাস্যময়ী গেয়ে যাও গীতি
আবেগ অনন্তকাল ঢেলে যথারীতি
স্বপ্নের নিরবচ্ছিন্ন মায়াজাল বোনো
আবদ্ধ প্রেমালিঙ্গনে কান পেতে শোনো।
বার্তা ছড়াও প্রেমের চাও যে সম্প্রীতি।


প্রতীচ্যের অপরূপা দূর প্রাচ্যে আমি
স্মৃতিপটে আছে আঁকা সূর্য অস্তগামী
উদ্দাম উল্লাসে জেগে ওঠে বার বার
সুখানুভূতির সাথি শুধু অন্তর্যামী,
আঁকি বসে নিরালায়,কভু নাহি থামি।
শ্রেষ্ঠ অতুল সম্পদ এ যে মণিহার।