************************************
বরষা ঝরঝর             ডুবল বুঝি ঘর
       উঠোন ‘পরে একহাঁটু জল
             দোতলা নির্ভর।


জলের নীচে পথ           ভগ্ন মনোরথ
       নোংরা জলে যাই কী করে
            সহজে যায় মথ।


বন্ধ ওদের চোখ            রক্তচোষা জোঁক
         ফুলে ফেঁপে ধামসা মাদল
             গোছানোতেই ঝোঁক।


মানুষ অসহায়              ওদের বাড়ে আয়
          গাঁটের কড়ি হয় না খরচ
             বিলাসে দিন যায়।


ঘুরছে দলদাস              ওদের হাতে রাশ
          কখন কোথায় যাচ্ছ তুমি
               জানলে সর্বনাশ।


কিনতে গেলে চাল          ‘দোকানে নাই মাল’
              ফিরতে হবে শূন্য হাতে
                 বেদম বেসামাল।
*************************************