*                আজব কান্ড


টাকে বিষ্ঠা ত্যাগের ফলে গাছ গজাল শিরে
   ক্রমে ক্রমে বৃদ্ধি পেল ঢাকল মাথা ঘিরে।
             ফল ধরেছে, স্বাদে মধুর
            থোকা থোকা মিষ্টি আঙুর!
যখনতখন খাচ্ছি পেড়ে পথিক তাকায় ফিরে।


                      ***


*           এমন নামের কী মানে


কী ভেবে যে নাম দিয়েছে দাদু আমায় কৃষ্ণা!
রং তো আমার দুধে আলতা রাখলে হত তৃষ্ণা।
              পাঁচ লিটার দুধ সারাদিনে
            যাই না কোথাও বোতল বিনে
    মুহুর্মুহু তেষ্টা লাগে, জল খেতে বিতৃষ্ণা।