*                        লিমেরিক


                          অঙ্গশুদ্ধি


শ্রমিক ওরা ওদের গায়ে ছড়াচ্ছ তাই সুগন্ধি আতর!
শাবাশ বন্ধু কখনো তো পায়নি ওরা এমন সমাদর।
               আতর দিয়ে জীবাণু নাশ!
              শাবাশ বন্ধু, আবার শাবাশ
গায়ে ওদের কটু গন্ধ ছড়াও আরো ফিরবে ওরা ঘর।
                    ****


                   তারের জঞ্জাল


যতসব তার মাটির ওপরে পাতালগামিনী নয়
উমফুনে তাই বিকল লাইন, এসেছে মহা প্রলয়।
           পাতালগামিনী হত যদি তার
            হত না তখন ক্ষতি বারবার
প্রাথমিক ব্যয় হলেও অধিক রইত না এত ভয়।
                     ****


                মানকবিক মুখ


ওদের দেখে এখনো খুব বাঁচতে ইচ্ছে করে
হারিয়ে যায়নি মানবিক মুখ বিশ্বচরাচরে।
              হলেও ওরা দীন দরিদ্র
            হয়তো ঘরে অনেক ছিদ্র
  জন্মদাত্রী মাতা পিতার রয়েছে আদরে।
                   ****
      
                 প্রস্ফুটিত গোলাপ


এমন গোলাপ দিলে আমায় কোথায় পাব মই
  কেমন করে ঊর্ধ্বপানে তাকিয়ে আমি রই?
             সবার নজর ফুলের দিকে
            মোহিত করে এক ঝিলিকে
তোমার দেওয়া এ গোলাপকে যতনে রাখবই।