বীরাঙ্গনা অগ্নিকন্যা প্রীতিলতার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য


                মা, আমি তোমার রানি
                  অজিত কুমার কর


দাঁড়িয়ে রয়েছো শিয়রে আমার কেঁদে কেঁদে তুমি সারা
তোমার হাতের কোমল স্পর্শে পারিনে মা দিতে সাড়া।
নয়নের জল ঝরে ঝরোঝরো ভিজালে আমার বুক
ওঠ ওঠ রানি, কথা বল ওরে, তোর মুখে যত সুখ।


ভারতমাতার পায়ের শিকল ভেঙে ছুঁড়ে দেবো ফেলে
শপথ নিয়েছি সেদিন নিশীথে কে যাবে আমি না গেলে?
ডেকেছি তোমারে বারবার আমি চেয়েছি চরণ ছুঁতে
তোমার আশিস সঙ্গে আমার হারব না মা কিছুতে।


শপথ আমার রক্ষা করেছি অস্ত্র করেছি লুট
সেনানীর সাজ তখন শরীরে বিজয়ীনি অস্ফূট।
পরাতে পারেনি এ'হাতে শিকল শরণ তোমার নাম
ক্ষমা করো মা গো জানিয়ে আসিনি ভয়ানক পরিণাম।


জানালেও তুমি বলতে 'যা চলে, এসেছে যখন ডাক
ভালো করে জানি হতে না নারাজ বুক পুড়ে হতো খাক।
তুমি এলে কাছে পারিনি তা আমি, আমি যে অনেক দূরে
তোমার ও' কোল ফের পেতে চাই আসি মা একটু ঘুরে।


© অজিত কুমার কর