এক্ষুনি ধুপ আবার ছায়া খেলছে লুকোচুরি
আকাশজুড়ে পেঁজা তুলো উড়ছে ভুরি ভুরি।
শেফালিকার গন্ধে আকুল দোয়েল বসে ডালে
শিস দিয়ে ও’ গেল কোথা ওই তো বসে চালে।


কাশ ফুটেছে দুলছে হাওয়ায় শাপলা শালুক জলে
ঘাসের আগায় ঝিকিমিকি হাজার মাণিক জ্বলে।
ঢ্যাম কুড়া কুড় ঢাকের আওয়াজ আসবে যখন কানে
রইবো নাকো তখন ঘরে মা তা ভালোই জানে।


মাঠের পাশে আটচালাতে দাঁড়িয়ে দশভুজা
দিন দেখে যাই ক্যালেন্ডারে কখন আসে পূজা।
খড় জড়ানো কাঠামোতে মাটির প্রলেপ পড়ে
নিপুণ হাতে দুমাস ধরে একটু একটু গড়ে।


শুকনো হলে তুলির টানে রং লাগাবে গায়ে
চক্ষু দানের পরে মায়ের আলতা দেবে পায়ে।
চণ্ডীপাঠে মাতবে ভুবন মহালয়ার ভোরে
বাপের বাড়ি আসবে উমা পড়বে ফোঁটা দোরে।