মা তুমি কোথায়


কে দেয় দোরে টোকা
খিল দিয়েছো ঘরে কেন
বারণ নাকি ঢোকা
ডাকছি আমি, খোকা।


খুলব পূজা করে
মিনিট দশেক লাগবে আরও
যা তুই পড়ার ঘরে
যাচ্ছি একটু পরে।


বেরোয় রেকাব হাতে
খোকা কোথায়, ঘরে তো নেই
শিরশিরানি গা'তে
দেখতে গেল ছাতে।


জানিস করি ধ্যানও
কী ভেবে কী করিস যে তুই
হারিয়ে গেছি যেন
ছাদে উঠলি কেন?


এই নে নকুলদানা
ভুলে গেছিস, একা একা
ছাদে উঠতে মানা
লুচি খা একখানা।


উঠল খোকা হেসে
যেটুকু তেল ছিল হাতে
মুছল কাছে এসে
আদরে যায় ভেসে।


#অজিত কুমার কর