বাংলাভাষা মা আমাদের       অলংকারে ভর্তি গা-টি
সোনার বরন আর এক মাতা   বঙ্গদেশের সরস মাটি।
                 ওকূল গড়ে একূল ভাঙে
                 নৌকা দোলে গহিন গাঙে
মাঝির কণ্ঠে ভাটিয়ালি      মাঠে পাতা সবুজ পাটি।


            এই মায়েরই দামাল ছেলে
            এমনটি আর কোথায় মেলে
ভাষা মায়ের ডাক এসেছে     যাচ্ছে ছুটে বাঁধন কাটি।


                   সূর্যমুখী চাঁপা বকুল
                 জুঁই কামিনী করবী গুল
কৃষ্ণচূড়া-পলাশ-কেশর   আর ফুটেছে বেল দোপাটি।


                   শহিদ শুয়ে সবুজ ঘাসে
                  এমনই এক ফাগুন মাসে
বাংলা মায়ের একশো নদী     ধুইয়ে দিল মায়ের পা’টি।


                 কান্না যেন অশ্রুনদী
                শত্রুশাসক নয় দরদি
পুত্রহারা শহিদমাতার           মুহূর্মুহু দাঁতকপাটি।


                কুণ্ঠিত নয় জীবন দিতে
                 নিজ মাতৃভূমির হিতে
বোধের শিক্ষা মা দিয়েছে    ছোট্টো থেকে খুঁটিনাটি।


                 দুই মা-ই তো অন্ন জোগায়
                ঘুমোই কোলে এক বিছানায়
মায়ের ভালোবাসার চেয়ে    আর কিছু নাই এমন খাঁটি।


                মাঠের বুকে শৌর্যতোরণ
                 মাতৃভাষার জন্য মরণ
লক্ষ মানুষ এসেছে আজ    অধোবদন নেইকো রা’টি।