*
               ঝুরঝুর ঝুরঝুর ঝরে শেফালিকা
                   আর ঝরে বকুল-হিজল
                   ঠাঁই দেয় জননী ভূতল।
  প্রজাপতি ফুলেদের বলে, ‘ফুটেছ কি ঝরিবার তরে
নিশীথে কি খেতে পারি মধু প্রভাতেই দেখি ভূমি ’পরে।
  অতৃপ্ত বাসনা নিয়ে ফিরি বোঝ না কি একটুও তুমি
অমৃতরসে বঞ্চিত করো, কেমনে ভূতলে বলো চুমি।’


           ফুল তো ফোটে না কভু আপনার তরে
                  সুখে দুখে লাগে প্রতিদিন
                  পরিশেষে মাটিতেই লীন
মালা হয়ে দোলে মা’র গলে কখনো বা শ্রীচরণে স্থান
পায়ে গলে সমান শোভন নেই তাতে মা'র অভিমান।
গোলাপ-রজনি জুঁই-বেল গাছে রয় ঝরে না সহজে
  মধু পিয়ে আমাদের মন সারাদিন মাঠে রয় মজে।