হাড়কাঁপানো শীতেও এখন খুশির অন্ত নাই
মাঘী বিহু ডাক দিয়েছে ব্যস্ততা খুব তাই।
প্রস্তুতি সব এখন সারা ধরতে যাবে মাছ
সবার হাতে একটা পোলো, ওটা নিয়েই নাচ।


দলবেঁধে সব যাচ্ছে ওরা ওই দেখা যায় ঝিল
হৃদয়জুড়ে খুশির জোয়ার ঢেউগুলো ঝিলমিল।
রমণীরা বাদ পড়ে না তারাও সঙ্গ দেয়
কেউ বা থাকে ঝিলের পাড়ে ছুঁড়লে ধরে নেয়।


শুধু কি মাছ, পড়বে পাতে মিষ্টি পায়েস দই
পিরিতিতে রং ধরেছে নাগর হাসে ওই।
মহোৎসবে মাতোয়ারা বিপুল আয়োজন
রঙিন বসন সবার গায়ে, চিত্রিত প্রাঙ্গণ।


সম্প্রীতির এই বার্তা যেন ছড়ায় বহুদূর
হিংসা বিভেদ হটবে দূরে বাজলে বিহু-সুর।
চিত্ত হবে মহৎ উদার মধুর ছন্দময়
সবার মনে রং ছড়াবে করবে হৃদয় জয়।