মা-হারা নই আমি
অজিত কুমার কর


মানবো না মানবো না আমি মা নাকি আর নাই
ফিরতে আমার দেরি হল, নীরব বুঝি তাই।
আমার কত কাজ
ডেকেছ তাই রওনা হলাম খুব সকালে আজ।

তোমাকে না বলে আমি কখন কোথাও যাই?
'যাসনে খোকা', বল যদি বাতিল যাত্রাটাই।
তুমিই আমার সব
তোমার কোলে স্থান পেয়েছি অনন্ত গৌরব।


মা মানেই তো জগন্মাতা নেই কোনো তফাৎ
সকল কাজে সাফল্য পাই মাথাতে মা'র হাত।
জননী শিক্ষক
মা'র আশিসে ভাঁড়ার পূর্ণ এ জন্ম সার্থক।


মা-হারা তো হইনি আমি রোজই দেখায় পথ
সত্য পথে হাঁটবো আমি এই আমার শপথ।
জননী দর্শন
মা-ই ধর্ম মা-ই সত্য মা বোঝে এই মন।


© অজিত কুমার কর