কোথায় তুমি মহান নেতা আমরা শুধু আকাশ দেখি
তোমার বাণী উবেই গেছে যা শুনি তা মিথ্যা মেকি।
বোমার আওয়াজ রক্তহোলি দিনদুপুরে রাস্তাঘাটে
অহিংসা নেই, হিংসা আছে অশ্রুপাতে জীবন কাটে।


কলুষ মুক্ত ভারত গড়ার স্বপ্ন ছিল তোমার চোখে
বাস্তবে তার হয়নি কিছুই রয়েই গেছে কল্পলোকে।
অক্টোবরের দুই তারিখে পরায় মালা তোমার গলে
ওটাই কেবল বজায় আছে গড্ডালিকা যেমন চলে।


তোমার মতো মানবকেও সরিয়ে দিল ভুবন হ’তে
প্রতিবাদীর নিথর দেহ লুটায় এখন রোজ ভারতে।
স্বাধীনতার খোলস গায়ে জলাঞ্জলি সকল আশা
লেখনীও গুমরে মরে রুদ্ধ এখন মুখের ভাষা।


মনের মতো গড়তে এদেশ রাখতে পারে জীবন বাজি
যুবশক্তি আছে অটুট এগিয়ে যেতে সবাই রাজি।
নেতাজি নেই, তুমিও নেই, নেই সেদিনের বিপ্লবীরা
কর্তাভজা আছে অনেক ভাষণ ঝাড়ে ফুলিয়ে শিরা।


ধর্মনিরপেক্ষ এদেশ, মা আমাদের ভারতভূমি
অহিংসা ও প্রেমের ধারা, গঙ্গা মা যায় অধর চুমি।