*            মহাত্মা জিশু
           অজিত কুমার কর


শেষ প্রহরে আস্তাবলে উঠল কেঁদে শিশু
মেরির কোলে জন্ম নিল যুগাবতার জিশু।
   মানবরূপে পরিত্রাতা এখন ভূমণ্ডলে
উদ্ভাসিত হ'লো ধরা আঁধার গেল চলে।


   মুখর হলো বিশ্বভুবন পাখির কলতানে
ছোট্টো শিশুর মিষ্টি হাসি মনে ভরসা আনে।
মানবজীবন ধন্য হলো তোমায় কাছে পেয়ে
এগিয়ে যাবো সমুখপানে মিলনগীতি গেয়ে।


  যখন তুমি বিদ্ধ ক্রুশে, বললে হেসে হেসে
'ওরা অবোধ, ক্ষম প্রভু, ওদের ভালোবেসে'।
   সহিষ্ণুতার বার্তা দিলে তুমি বিদায়বেলা
   নামল আঁধার ধরণিতে সাঙ্গ লীলাখেলা।


কৃপা ক'রে দিয়ো সবায় সঠিক পথের দিশা
তুমি সদা রইলে পাশে মিটবে জীবন-তৃষা।