জন্মদাত্রী মাতাপিতা ভিন্ন মতাদর্শী,
অধার্মিক ছাপ গায়ে। সর্বশক্তিমান
একমেবাদ্বিতীয়ম, নিরাকার ব্রহ্ম;
ছিন্ন হলো যোগসূত্র , প্রস্থান নিশীথে।
ব্রাহ্মণ-বিদ্বেষী নয়, মুক্ত ভাবাদর্শী
অকাট্য সুদৃঢ় যুক্তি পর্বত প্রমাণ
দৃঢ়চেতা ধীর স্থির চিত্তে শূন্য দম্ভ
জীবন উৎসর্গীকৃত সমাজের হিতে।


নিশ্ছিদ্র তমসাচ্ছন্ন শ্মশান নির্জন
ধ্যানমগ্ন বেদি ’পরে  উদ্গত ওঁ ধ্বনি
নিশ্চল নিঃসাড় দেহ বিলম্বে নিশ্বাস ।
সরস্বতী-বরপুত্র অসাধ্যসাধন
সতীদাহ প্রথা রদ প্রত্যুষে রজনি
অভ্যন্তরে পুঞ্জীভূত ব্যথা এক রাশ।