তোমার কাছে চাইনি কিছু শুধু একটু সাহস দিয়ো
পুরস্কারে ভরিয়ে দেব সত্য কিনা মিলিয়ে নিয়ো।
তোমার গরব প্রকাশ পাবে যদি মানুষ সাফল্য পায়
তা না হলে পড়বে ঘাড়ে যত কিছু ব্যর্থতার দায়।


পশুপাখি কীটপতঙ্গ ওদের কোনো ভুলত্রুটি নাই
গাছগাছালি অরণ্যানী জোগায় সবই আমরা যা চাই।
ভালোর সাথে কুকাজ গুলো মানুষ ছাড়া কার অবদান!
পরিবেশের দফারফা বিপন্ন আজ সহস্র প্রাণ।


ওজোন স্তরে বিরাট ফুটো উষ্ণতাও বাড়ছে ক্রমে
লাগামছাড়া যথেচ্ছাচার কি ভয়ংকর গা ছমছমে।
নতুন নতুন অসুখ-বিসুখ নানারকম ব্যাকটেরিয়া
আহার্য শাকসবজি-ফলে বাড়ছে ভীষণ বিষক্রিয়া।


সারা ভারতবর্ষ জুড়ে পাহাড়প্রমাণ বর্জ্য পড়ে
বাদ পড়েনি হিমালয়ও দেখছি কবে টনক নড়ে।
পোশাক-আশাক স্বচ্ছ খুবই স্বচ্ছতা নেই রাস্তাঘাটে
উপচে পড়া আবর্জনা মাড়িয়ে চলে জীবন কাটে।