আমজনতা বোঝে না কি ন্যায় অন্যায়ের মানে
মুখ খোলে না, চুপ করে রয়, যদিও সব জানে।
বিশেষ গুনে যারা গুণী তারাই অন্ধ বোবা
পাছে ভূষণ হাতছাড়া হয়, মঞ্চে বাড়ায় শোভা।


মাঝে মাঝে গর্জে উঠে নামতে দেখি পথে
কয়েকটা পা সঙ্গ দিয়ে চড়েন তারা রথে।
‘মানুষের প্রাণ তুচ্ছ অতি যাকনা কিছু মরে
কিছু একটা পাবার আশায় রাখছি খুঁটি ধরে।’


মানুষ বড় দুর্বোধ্য জীব কী না করে তারা
ন্যায় অন্যায় ভাসায় জলে অর্ণবে যায় ধারা।
কাগজ জুড়ে ওদের ছবি ভাষণ যথারীতি
আর কতকাল চলবে এমন গাইবে তোষণ গীতি।


শংসাপত্র, অর্থ কিছু, একটা ফুলের তোড়া
ওতেই কি যায় সুনাম বেড়ে, খ্যাতি বিশ্বজোড়া।  
রং না দেখে প্রতিবাদে মুখর যেদিন হবে
মনুষ্যত্ব আছে বলে ভাববে সেদিন তবে।