মাথার ওপর নীল চাঁদোয়া
অজিত কুমার কর


নীল আকাশের নীচে রূপসি পৃথিবী
সাগর-পাহাড়-নদী তাঁর অঙ্গজুড়ে
কোথাও নিবিড় বন শ্বাপদসংকুল
ছায়াবৃত পরিসর পাখির কুজন।


অচ্ছেদ্যবন্ধনে বাঁধা ধরিত্রীর কোলে
যারা যায় মহাকাশে ফিরে আসে ফের
বাঁচার রসদ নেই নির্জীব প্রান্তর
মহাকাশযানে বাস কদিনের জন্য।


তাই যাব না কোথাও ভূমন্ডল ছেড়ে
কী নেই এখানে প্রেম সুখ-দুঃখ আছে
আনন্দ-বিরহব্যথা, বিভেদ-বৈষম্য
কপোত-কপোতী গড়ে শান্তির নিবাস।

কাটে ইহকাল পুনর্জন্ম যদি থাকে
নাও পেতে পারে তাই যতদিন বাঁচে
প্রতিটি মুহূর্ত যেন ব্যস্ততায় কাটে
এমন বাসনা হোক সব মানুষের।


মহাশূন্যতায়ভরা নিঃসীম আকাশ
কেবল দর্শনে সুখ, কে পায় নাগাল!
যতক্ষণ সূর্য আছে ততক্ষণ নীল
না-হলে ধূসর বর্ণ, মায়াবী ভুবন।


© অজিত কুমার কর