মাতৃভাষার স্বীকৃতি
অজিত কুমার কর


অ আ দিয়ে শিক্ষা শুরু বয়স তখন কত  
তিন বৎসর হবে বোধ হয় পড়ছে না ঠিক মনে
কালো সিলেট সাদা খড়ি লিখছি আঁকাবাঁকা
মা রয়েছে আমার পাশে নিকানো প্রাঙ্গণে।


যে ভাষাতে লিখছি পড়ছি এটাই বাংলা ভাষা
জেনেছি তা অনেক পরে তখন আমি বড়
এটাই আমার মাতৃভাষা বলছে সবাই কথা
ইংরেজিও শিখে নিলাম হলাম সড়গড়।


ফেব্রুয়ারির একুশ সেদিন ফাগুন মাসের আট
সকাল থেকে ব্যস্ততা খুব মিছিল দ্বিপ্রহরে
মাতৃভাষার স্বীকৃতি চাই তাই এ আন্দোলন
মানতে চায়নি শাসকশ্রেণি হিংস্রতা অন্তরে।


ছুটল গুলি প্রাণ হারাল বাংলার সন্তান
ভিজল মাটি রক্তধারায় হাহাকার ক্রন্দন
সে এক করুণ দৃশ্য তখন ম্লান পলাশের রং
পাখিরা আর গাইছে না গান থমথমে নির্জন।


বুকের ভিতর জ্বলছে আগুন তা তো নেভার নয়
শেষ রক্তফোঁটাও দিতে বাঙালি প্রস্তুত
কাটছে সময় গুনছে প্রহর এল সেই সুদিন
ঘুচল দম্ভ একাত্তরে, ছক ছিল নিখুঁত।


মানুষ এমন নৃশংস হয় ভাবতে অবাক লাগে
মানবিকবোধহারা মানুষ কীসের দাম্ভিকতা
শিরায় যাদের বাংলা ভাষা তাঁরা কী হার মানে
ইউনেস্কো বুঝল পরে দাবির যৌক্তিকতা।


© অজিত কুমার কর