*
কখনো যায় না মাপা জননীর দান
নিজেকে উজাড় ক'রে তিলে তিলে ক্ষয়
সর্বদা সজাগ দৃষ্টি কখন কী হয়
মমতা মাখানো কথা অন্তরের টান।
বিপদের ভ্রুকুটিতে খাড়া সদা কান
এই শিশু বড় হয়ে করে বিশ্বজয়
ভুলে যায় জন্মসূত্র বংশ পরিচয়
পুঞ্জিভূত ব্যথা বুকে হাসিটি অম্লান।


শুধু কি মানবমাতা, সকল প্রাণীর
মাঝে জননী অনন্যা, স্নেহময়ী রূপ,
পার্থক্য পড়ে না চোখে, বিপদে অস্থির
তখনি ঝাঁপিয়ে পড়ে, থাকে না সে চুপ।
মায়েরা দিতেই জানে অকাতরে সব
বিব্রত হয় না কভু সর্বদা নীরব।