‘সোনালি হরিণ চাই, ছুটে যায় ওই’
অবিলম্বে সীতা-পতি তাঁর পিছু ধায়
এ যে মরীচিকাসম বুঝিল না হায়!
কোথায় লুকালো বনে স্বর্ণমৃগ কই!
যাও-না লক্ষ্মণভাই কেমনে যে রই।
বিপদ হয়েছে কোনো, লক্ষ্মণে শুধায়
সংকট আসন্ন বুঝে সীতা–পানে চায়
‘গণ্ডি পেরোবে না তুমি’ বলে পই পই।


দূরদর্শী রামচন্দ্র এত মতিভ্রম!
কেন বুঝিলে না তুমি এ নহে সম্ভব
মস্তিষ্কপ্রসূত কারো পুরো আবাস্তব।
কেন ভাবিলে না আরো তুমি নরোত্তম
পরিণাম শোচনীয় হারালে সীতারে
হৃদয় বিদির্ণ করে ভূমা নিল তাঁরে।