ফুল বিছানো মায়ের আঁচল রঙিন মনোহর
কয়েক কিলোমিটার দূরে আমার কুঁড়েঘর।
কংসাবতীর সাথে আছে ক্ষীরাই নদীর যোগ
ওরই তীরে আমার কুটির বর্ষাতে দুর্ভোগ।


উর্বরা দুই নদীর তীরে ব্যাপক ফুলের চাষ
নানা রকম সবজিও হয় ব্যস্ত বারো মাস।
দুঃখের পরে সুখের পরশ ভোলায় ব্যথা সব
বারো মাসে তেরো পার্বণ  পৌষে মহোৎসব।


গ্রীষ্মকালে শুকনো নদী হেঁটেই পারাপার
কোথাও আবার একহাঁটু জল শীর্ণ ধারা তার।
নদীর জলে আবাদ চলে নদী জুড়ায় প্রাণ
নদীর সাথে মায়ের মতো আছে নাড়ির টান।


কংসাবতী নদীর কথা বলব কত আর
স্কুলে যেতে পেরোই নদী দিনে চারটি বার।
দুটো স্কুলই নদীর ধারে নদীর পাড়ে বাস
সাঁতার কাটি নদীর বুকে পেলেই অবকাশ।