খোঁপাতে কাশফুল
কানে শিউলি দুল
গাঁদার মালা দুলছে গলায়
কে এলো, দোর খুল।
পুত্রকন্যা সহ  উমা
দেখছি না তো ভুল!


বাজা এবার শাঁখ
আসন পিঁড়ি রাখ
কত ধকল গেছে মায়ের
তিতলি ঘূর্ণিপাক।
আর দেবো না এবার যেতে
এখানেই মা থাক।


দে গেলাসে জল
সঙ্গে কিছু ফল
লক্ষ্মী গণেশ কেতো আছে
ওদের বসতে বল।
সরস্বতী হাসছে  দেখে
আন রে শতদল।


শুরু মা’র বোধন
মন্ত্র উচ্চারণ
বেলপাতা ফুল দূর্বা দিয়ে
করছি আবাহন।
কৃপা করো একটুকু মা
আমরা সাধারণ।