. আমার কথা সুরের কাঙাল সদাই গুমরে মরে
কণ্ঠে তোমার সে সুর আছে দাওনা ওকে ভরে।
            কথা-সুরের কোলাজ হলে
             শুনবে তখন গান সকলে
কালজয়ী হয় তেমন সৃষ্টি এই পৃথিবীর 'পরে
সবার চোখে ঝরনা যেমন তেমন খুশি ঝরে।


   পাহাড়চূড়ে তুষার জমে ঠিকরে পড়ে আলো
দেখে আমার চক্ষু জুড়ায় কেউ দেখে চমকালো।
            তুষার-পাহাড় কী মিতালি!
             কার লাগি এ অর্ঘ্য-ডালি
প্রকৃতির এই অপার শোভা মুছায় মনের কালো
  এমনি করে মিলন ঘটুক অন্তরে দীপ জ্বালো।