‘এসো–না এদিকে বন্ধু’ কে ডাকে আমায়
পিছু ফিরে দেখে চেয়ে শ্রমিক মৌমাছি
সরিষার ফুল বলে, ‘এসো কাছাকাছি’
‘কী করে ওখানে যাব বিষ অন্তরায়।
সংগ্রহে অন্যত্র যাচ্ছি, ‘বলো, বেলা যায়’  
‘তুমি না আসার ফলে গন্ধ বিনে আছি
অঙ্গের বৃদ্ধিও কম আসে শুধু মাছি
বিবর্তন বাধাপ্রাপ্ত এ কী হল হায়!


সভ্য মানুষেরা আজ নয় সচেতন
অজৈব গরল দিয়ে ডাকে সর্বনাশ
অবিলম্বে জৈব চাই করুক সন্ধান।
তবেই পৃথিবী হবে আনন্দ-ভবন
আবার আগের মতো ছড়াবে সুবাস  
মধুমক্ষিকাও এসে জুড়ে দেবে গান।