মাইকেল মধুসূদন দত্ত


কপোতাক্ষ নদীর তীরে বীণাতে ঝংকার
এ সুর আগে যায়নি সোনা এটাই প্রথমবার।
স্বরস্বতীর কৃপাধন্য আয়রে ফিরে আয়
ডাক দিয়েছে মাতৃভূমি সাগরদাঁড়ির ছায়।


মধু কবির নতুন ছন্দ ছড়াল সৌরভ
বিমোহিত বিশ্ববাসী বাঙালির গৌরব।
মেঘনাদবদ কাব্য-সুধায় মধুর আস্বাদন
কপোতাক্ষ নদীর জলে প্রচন্ড প্লাবন।


বাংলা ভাষাই দিল তাঁকে শ্রেষ্ঠত্বের সম্মান
খ্যাতি ছড়ায় বিশ্বজুড়ে তারা জ্যোতিষ্মান।
মাতৃভাষা মাণিক্যময় ঐশ্বর্য-ভাণ্ডার
ভালোবাসা আদর স্নেহের অতুল মণিহার।


শতদলের মিষ্টি সুবাস ছড়ায় বহুদূর
পেরিয়ে যায় গঙ্গা-পদ্মা পাহাড় সমুদ্দুর।


@অজিত কুমার কর