নিলাঞ্জনা আকাশলীনা
নীল নীলিমায় মধুরমিলন
গোধূলিতে রং মেখেছ
বাসর হবে কোথায় কখন।


কোথায় গেল রেশমি আঁচল
পড়ল খসে সবুজ ক্ষেতে
টের পেলে না একটুও তা
প্রেমালাপে রইলে মেতে।


সাগরবুকে উঠল ফুটে
উদ্ভাসিত তোমার আনন
দিনশেষের শেষ ছোঁয়াতে
কল্লোলিত তীরের কানন।


কে পরালো ওই কপোলে
মস্ত বড় জ্বলজ্বলে টিপ
আপন প্রভায় জ্বলছে দেখি
সুরঞ্জিত বাসর-প্রদীপ।