পুজোর খুশি ছড়িয়ে পড়ে
                     কাশের বনে
আর কেন রই একলা বসে
                     বিরস মনে।


বঙ্গদেশে পড়ল মায়ের
                    চরণধূলি
বেরিয়ে পড়ি আনন্দে তাই
                    দুয়ার খুলি।


পেঁজা তুলোর  আসা-যাওয়া
                    নীল গগনে
লক্ষ্মী কেতো গণেশ সরো
                    মায়ের সনে।


কাঁসর ঘণ্টা উঠল বেজে
                    যায় রে শোনা
শেষ হলো রে প্রভাতে আজ
                    প্রহর গোনা।


বাতাসে ওই শিউলি ফুলের
                   গন্ধ ভাসে
মুক্তো-সাদা শিশির বিন্দু
                   ঘাসে ঘাসে।


কখন যাবে, মা কে শুধাই
                   ক্ষণে ক্ষণে
সামিল হব সবার সাথে
                  সম্মেলনে।