মিথ্যার বেসাতি কেন পাবে না রেহাই
লক্ষ লক্ষ আঁখি খোলা লুকোনো কী যায়!
ক্ষণেকর হাসিরাশি নিমেষে হারায়
সত্যকে স্বীকার করা অকপটে চাই।
যত ক্ষতি হয় হোক শঙ্কা কিছু নাই
নিজেরে রক্ষার জন্য ছলনা অন্যায়
চালাকিতে বুদ্ধিনাশ আত্মগরিমায়
ফাঁদে পড়ে অস্থিরতা বাড়া ভাতে ছাই।


যে যেখানে কর্মরত সুনির্দিষ্ট সূচি
নির্ঘন্ট পরিবর্তন কদাচ তা ঘটে
সাফল্যের চাবিকাঠি থাকে তাঁর হাতে।
প্রতি পদক্ষেপে মেলে নিজ অভিরুচি
যাহা ভাবি আঁকা হয় তাঁর চিত্রপটে
নিজেরে উৎকৃষ্ট করি ঘাত প্রতিঘাতে।