পূর্ণিমা না অমাবস্যা! রহিলে আড়ালে
কার অঞ্চলছায়ায়, জানি বিধুমুখী;
চঞ্চলা ললনা সে যে, নৃত্যসুধা ঢালে
এতদিন প্রিয়সনে ছিল বড় সুখী।
মাঝে মাঝে দেখা পাই দিলে তুমি উঁকি
সৌদামিনী হাসে যেই লুকোও আবার
ক্ষণেক আলোর বন্যা এঁকে আঁকিবুকি
গগনবিদারী শব্দে মানো তুমি হার।


দিবসে রবিও ম্লান মেলে না রেহাই
তপ্ত দেহে লাগে বেশ শীতল পরশ
পুঞ্জীভূত কালো মেঘ আষাঢ়ের রাই
উদ্ভিদ-প্রাণীর মনে জাগায় হরষ।
আমিও ওদের দলে তৃপ্তিসুখে ভাসি
বাদলের ছোঁয়া পেয়ে অমলিন হাসি।