প্রাণাধিক প্রিয় দেশ
চোখের তারায় লেলিহান শিখা
পুড়িয়ে করবে শেষ।


বৃটিশ অত্যাচার
সহ্য হয় না বড় ব্যথা লাগে
মানুষের হাহাকার।


আশু প্রতিকার চাই
শত্রু নিধনে দৃঢ় প্রতিজ্ঞ
এসেছে আহ্বান তাই।


বোমা পিস্তল হাতে
দুজনে গেলে মুজফফরপুর
নিদ নাই আঁখিপাতে।


নিরীহ মহিলা হত
লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল হায়!
দুর্জন অক্ষত।


প্রফুল্ল দিল প্রাণ
বিচারের নামে হ’ল প্রহসন
মুখে হাসি অম্লান।


রায় শুনে অবিচল
মাতৃচরণে নিবেদিত প্রাণ
জনতার চোখে জল।


নিভাল প্রভাতে বাতি
নির্ভীক ছিলে বিদায়বেলায়
বেদনায় ফাটে ছাতি।


হৃদয়ে লিখেছি নাম
তোমাকে ভুলিনি হে মহামানব
সেলাম শত সেলাম।