#              মহুলবনে নিশিযাপন
                 অজিত কুমার কর


    ফল-মহুয়ার স্পর্শ গায়ে জাগায় শিহরন
      অঙ্গজুড়ে উদ্ভাসিত ওর ভরা যৌবন।
             একটি দুটি পড়ছে ঝরে
            ছড়িয়ে আছে পথের 'পরে
     জড়িয়ে ধরে মহুয়াকে উষ্ণ আলিঙ্গন।
            হৃদয় দুয়ার খোলাই ছিল
            প্রেম-পরাগে ভরিয়ে দিল
  চৌপাহাড়ি ছেড়ে যেতে চাইছে না আজ মন।
বউ-কথা-কও জানায় শিসে, ধরলে আমার হাত
  কেমন লাগে বুঝবে নামুক জোছনামাখা রাত।


ওর কথা কি ফেলতে পারি বানাই পাতার ঘর
      ভেসে এলো শুষ্ক পাতার রাগিনী মর্মর।
              পাখিরা সব ফিরছে নীড়ে
              হারাই আমি ওদের ভিড়ে
    শুনছি বসে শব্দ-কোলাজ বিজন এ প্রান্তর
                নীরবতা এবার নামে
                 মর্ত্যভূমির স্বর্গধামে
    বউ-কথা-কও ভুল বলেনি প্রফুল্ল অন্তর।
   ওরাই আমায় জাগিয়ে দিল মুখর বনাঞ্চল
  ধোঁয়াশা ভাব কেটে গেছে চারিদিক উজ্জ্বল।