*           বাঘতা ও বোলবা
(বোলতার দেহ + বাঘের মুখ = বোলবা
বোলতার মুখ + বাঘের দেহ = বাঘতা)


ভুল করে বাঘ লাফ মেরেছে বোলতাচাকে
কোথায় মধু! হুলের জ্বালায় কাঁপতে থাকে।
           বিষম কাণ্ড ঘটল এবার
           বাঘ হারালো দেহটা তাঁর
   বোলতা পেল বাঘের দেহ দুর্বিপাকে!
বাঘের জোটে বোলতার মুখ, মানবেটা কে?


  বোলবা বলে, 'হয় না হজম মাংস খেয়ে'
বাগদা বলে, 'কেমনে বাঁচি এ' মুখ পেয়ে?'
             সমস্যা বেশ গুরুতর
           বলল আমায়, 'কিছু কর'
  বাতলে দিলাম, উপোস কর, গীতি গেয়ে
  কী করা যায়, ভাববো পরে, রইল চেয়ে।


# অজিত কুমার কর