*              হাঁসিড়া


ছিল এক সাদা হাঁসি আর ছিল ঘোড়া
মিলনে জন্ম হলো ছানা এক জোড়া।
   মুখটা হাঁসের মতো ধড়টা ঘোড়ার
প্যাঁহ্যাঁ প্যাঁহ্যাঁ ডাক ছাড়ে দারুণ মজার!


   পুকুরেও নামে ফের দৌড়ায় পথে
যেই দেখে বলে এ কী! এল কোথা হতে?
   হাঁস নয় ঘোড়া নয় এটা তো ঘোহাঁস
    ঝিনুক চণক খায় আর পাতা ঘাস।


   এবার পাড়ল ডিম  বড়সড় বেশ
    দেখেই চমক লাগে হর্ষ অশেষ।
    ডিম ফুটে বের হলো অদ্ভুত জীব
   ছুটে এল কত লোক ওরা উদগ্রীব।


   মুখটা ঘোড়ার মতো শরীর হাঁসের
  দেখিনি এমন আগে কত হেরফের।
হাঁঘো নাম দিতে পারি  নামটা তো খাসা
অথবা হাঁসিড়া দিলে পূরে যাবে আশা।