*         হাদুর
       (হাতি+ইঁদুর)


বিড়ালগুলো বড়ই পাজি
        ইঁদুর ধরে খাবে,
আগাম যদি জানতে পারে
      তবে রেহাই পাবে।


  ওরা ভীষণ আতঙ্কে রয়
       ছুটল গভীর বনে,
    দীর্ঘদেহী হাতির কথা
      পড়ল যখন মনে।


     হুলুস্থুলু কান্ড বনে
       বদল চেহারাতে,
   ইঁদুর এখন হস্তীমুখো
    গুঁতিয়ে দেবে দাঁতে।


   বিড়াল এবার জব্দ হল
     আর আসে না কাছে
শুঁড়ের চাপে দাঁতের গুঁতোয়
     জীবনটা যায় পাছে।


                 ----- অজিত কুমার কর