*        ##মজারু##


              কুইন


  যেখানে যাই সঙ্গে থাকে
    আমায় সুরক্ষিত রাখে
      আমার কুকুর জনি,
আমি যা খাই খায় না ও' তা
ধারালো দাঁত, নয়কো ভোঁতা
     টেংরি খায়, নয় ননি।


রওনা হলাম আন্টার্টিকা
ওরও ভাগ্যে ছিঁড়ল শিকা
   রাখবো কোথা ওকে,
  আনন্দে ও' আত্মহারা
দেখছে ওকে সঙ্গে যারা
   ঝিলিক মুখে চোখে।


পৌঁছে দেখে ধু-ধু বরফ
জমতে পারে হৃদয়ে কফ
     পেঙ্গুইনের মেলা,
আনন্দ ওর আকাশছোঁয়া
ওরে জনি, এ নয় গোয়া
     অবিশ্রান্ত খেলা।


ফিরল যখন অবাক আমি
গায়ে এখন পোশাক দামি
    বদলে গেছে দেহ,
জনির শুধু মুখটা আছে
দুটো পায়ে এখন নাচে
  ভয় পাবে না কেহ।


নামও আমি বদলে দিলাম
কুইন রেখে তৃপ্তি পেলাম
      বেজায় খুশি শুনে,
এবার আমার বিপদ হলো
কেমন করে আনব বলো
      ফিরবে না রেঙ্গুনে।


  © অজিত কুমার কর