মোনালিসা


তুমি না রূপসি হলে কে তবে রূপসি
তুলির পেলব টানে কত প্রাণবন্ত
অধরে কীসের হাসি প্রমত্ত যৌবন
এখনো অটুট সব ঔৎসুক্য অনন্ত।


তুলিতে শিকল আঁটা ক্ষুণ্ণ স্বাধীনতা
সীমাবদ্ধ পরিসর তবু অগ্রসর
শিল্পীর মাহাত্ম্য এই সৃষ্টির গৌরব
অবিস্মরণীয় তুমি পৃথ্বীতে অমর।


রহস্যে আবৃত চক্ষু প্রশস্ত ললাট
ভুরুর ভ্রুকুটি নেই সুবিন্যস্ত চুল
সমুন্নত বক্ষদেশ প্রচ্ছন্ন ইঙ্গিত
হাজার নক্ষত্র-দ্যুতি ঐশ্বর্য অতুল।


আঁটোসাঁটো নিরাপত্তা সশস্ত্র প্রহরা
শীতাতপ নিয়ন্ত্রিত ফ্রান্সের ল্যুভর
তোমাকে দেখার সাধ করিনি প্রকাশ
প্রস্তুত তোমার জন্য সজ্জিত বাসর।


@ অজিত কুমার কর