মন কেন তুই এত অবুঝ
গাছগাছালি কেমন সবুজ
থাকনা তেমন তুই,
বয়স আমার যদিও  বেশি
তবু আমি  নই আয়েশি
ইট বিছিয়ে শুই।


সাগর পাড়ি দিতে পারি
পাড়তে পারি তাল সুপারি
পাই না কোনো ভয়,
অযথা তুই কেন রাগিস
এদিক গেলে ওদিক ভাগিস
জীবন কর্মময়।


বাড়াস না আর বিড়ম্বনা
মাতঙ্গিনী বীরাঙ্গনা
অমন হতে চাই,
পিছোবো না কারুর ভয়ে
ক’রবো লড়াই দেশের হয়ে
মৃত্যু ভয়ও নাই।