টাক দেখে কেউ তাকাল না করবে কে আর বিয়ে!
পরচুলা এক কিনে এবার গেলাম মাথায় দিয়ে।
প্রথম দেখায় পাত্রী রাজি
খেলে গল ফাটকাবাজি
বিউটিশিয়ান দিয়েছিল নওজোয়ান বানিয়ে।


।।।।।।


যতই দূরে থাকুক মেয়ে চোখের সামনে দেখতে পাই
জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে অন্তরের টান এমনটাই।
নারী-মনের হদিস পেতে লাগে একটি কোমল মন
বুঝবে না সে গন্ধ কী এর যার বিতানে এ ফুল নাই।


।।।।।।।


সারাটা মাঠ এখন খাঁ-খাঁ গাদা দেখে মন ভরে
গোয়ালে নেই কোনও পোষ্য মাঠে গোরু-মোষ চরে।
চাষির ঘরে খুশির প্লাবন ক'দিন পরেই নবান্ন
ছলকে ওঠে মিষ্টি হাসি প্রিয়ার রঙিন অধরে।


।।।।।।।


দুই ষণ্ডের চলছে লড়াই ব্যথায় কাতর নরম ঘাস
দিগ্বিদিকজ্ঞানশূন্য ওরা ভাববার নেই অবকাশ!
উলুখাগড়া গজায় মরে
ওসব ওদের নেই নজরে
ক্ষমতাবান ভাবলেশহীন করেই যাচ্ছে সর্বনাশ।


© অজিত কুমার কর