মনোবাঞ্ছা অপূর্ণ


পঞ্জিকাতে রথের ছবি
রাস্তা জনশূন্য
রথের রশি টানলে তবে
অর্জিত হয় পুণ্য।


এমন দৃশ্য দেখতে হল
হারিয়ে গেল ফুর্তি
স্মৃতিপটে আঁকা আছে
ওদের প্রতিমূর্তি।


কোথায় গেল নাগরদোলা
আনন্দটাই পণ্ড
পেলাম না তো মণ্ডা মিঠাই
এমন কড়া দন্ড।


উপায় তো নেই ভাবছি বসে
ছবি দেখেই ক্ষান্ত
কতদিনে এই পৃথিবী
হবে আবার শান্ত।


##অজিত কুমার কর